Search
Monday 8 March 2021
  • :
  • :

তথ্যমন্ত্রীর করোনা নেগেটিভ

তথ্যমন্ত্রীর করোনা নেগেটিভ

ঢাকা, ২৫ অক্টোবর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। শনিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মীর আকরাম উদ্দীন আহম্মদ রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনামুক্ত হলেও তথ্যমন্ত্রী এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

১৬ অক্টোবর তথ্যমন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হন। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল। হাসপাতাল থেকেই তিনি ফাইলে স্বাক্ষর করছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। -যুগান্তর