ড্র করেছেন জিয়াউর রহমান

0

স্পোর্টস ডেস্ক, ১২ সেপ্টেম্বর : বিশ্বকাপ দাবায় নিজের প্রথম ম্যাচে ড্র করেছেন বাংলাদেশের গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান। শুক্রবার আজারবাইজানের বাকুতে শুরু হয় বিশ্বকাপ দাবা।

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে রাশিয়ার সুপার গ্রান্ড মাস্টার  ইভজেনি টমা-শেভস্কির সাথে ড্র করেছেন জিয়াউর রহমান।  টমা-শেভস্কির বিপক্ষে সাদা গুটি নিয়ে খেলেন বাংলাদেশি এই গ্রান্ড মাস্টার। কুইন পন ওপেনিংয়ে তেতাল্লিশ চালের পর ড্র হয় ম্যাচটি। জিয়াউর রহমানের চেয়ে রেটিংয়ে এগিয়ে টমা-শেভস্কি। জিয়ার রেটিং পয়েন্ট দুই হাজার পাঁচশ। আরেক দিকে  টমা-শেভস্কির রেটিং  দুই হাজার সাতশ আটান্ন। শনিবার একই প্রতিপক্ষের বিপক্ষে কালো গুটি নিয়ে খেলবেন জিয়া।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',