ডায়মন্ড লিগের ফাইনালে অংশ নিচ্ছেন না উসাইন বোল্ট

0

স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : বেইজিং চ্যাম্পিয়নশিপে নিজের গতির ঝলক দেখানোর পর এ বছর আর ট্রাকে না নামার ঘোষণা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। আর এ কারণেই বছরের শেষ অ্যাথলেটিক্স আসর ডায়মন্ড লিগের ফাইনালে অংশ নিচ্ছেন না লাইটেনিং বোল্ট।

আগস্টে বেইজিং চ্যাম্পিয়নশিপে ৩টি স্বর্ণ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট। তাই আগামী বছর অলিম্পিকের আগে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই গতিমানব।

আর এ কারণেই শুক্রবার ব্রাসেলসে বছরের শেষ আসর ডায়মন্ড লিগের ফাইনালে অংশ নিচ্ছেন না বোল্ট । ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে গতির ঝড় তুলতে নামছেন না তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান বোল্ট। মূলত সামনের বছর অলিম্পিকের আগে নিজেকে ইনজুরি মুক্ত রাখতে চান বোল্ট। তাই প্রতিযোগিতা থেকে দূরে থেকে অলিম্পিকের প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত রাখতে চান এই তারকা স্প্রিন্টার।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',