Search
Thursday 17 January 2019
  • :
  • :

ট্রেন নিয়ে চীনে গেলেন কিম জং উন

ট্রেন নিয়ে চীনে গেলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক, ৮ জানুয়ারি : এক বছরের কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার বিকেলে ট্রেনযোগে তিনি বেইজিংয়ে যান। বিষয়টি জানিয়েছে চীন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিমের সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর স্ত্রী রি সুল জু এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের খবরে বলা হয়, ১০ জানুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করবেন কিম জং উন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে তিনবার চীন সফর করেন উত্তরের নেতা কিম। বিশ্লেষকরা বলছেন, কিমের এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা।