Search
Sunday 19 May 2019
  • :
  • :

ট্রাম্প-কিমের বৈঠক আজ

ট্রাম্প-কিমের বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক, ১২ জুন : সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সাক্ষাৎ হবে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ০৯টায়। এরপরেই দেশটির সেন্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেলো হোটেলে বসবে তাদের বৈঠক।

দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠককে কেন্দ্র করে ১১ থেকে ১২ জুন দুইদিন ওই হোটেলটি পুরোপুরি বুকিং থাকবে।