টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাকিব

0

স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিং প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩৯৩।

বাংলাদেশ ক্রিকেটের এ উজ্জ্বল নক্ষ্যত্রের ধারেকাছেও নেই কোনো খেলোয়াড়। র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সাকিবের চেয়ে ৭৮ পয়েন্ট কম তার।

ব্যাটিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তার রেটিং পয়েন্ট ৮৫৪। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির অবস্থান দ্বিতীয়। ওয়েস্ট ইন্ডিজের বোলার স্যামুয়েল বাদ্রি ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',