স্পোর্টস ডেস্ক, ১৩ অক্টোবর : ইউরোর বাছাই পর্বে নিজেদের খেলায় জয় পেয়েছে স্পেন ও ইংল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে স্পেন এবং লিথুয়ানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
কিয়েভে স্বাগতিক ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। ২১ মিনিটেই ডিফেন্ডার মারিও গ্যাসপারের গোলে লিড নেয় স্প্যানিশরা। প্রথমার্ধের বাকি সময়টা দুদলই আক্রমণ, পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পায়নি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইউক্রেন। বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
অন্য ম্যাচে লিথুয়ানিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। খেলার ২৯ মিনিটে রস বার্কলের গোলে এগিয়ে যায় ইংলিশরা। ৩৫ মিনিটে লিথুয়ানিয়ার গোলরক্ষক আর্লোসকিসের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচের ৬২ মিনিটে এ্যালেক্স চ্যাম্বারলেইনের গোলে জয় নিশ্চিত করে ইংলিশরা।
ইউরোর বাছাইয়ের অন্য খেলায় রাশিয়া ২-০ গোলে মন্টেনেগ্রোর বিরুদ্ধে এবং সুইজারল্যান্ড এস্তোনিয়ার বিপক্ষে একমাত্র গোলের জয় পেয়েছে।