Search
Thursday 27 June 2019
  • :
  • :

জয়ে বছর শুরু বার্সেলোনার

জয়ে বছর শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, ৭ জানুয়ারি : লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে গেটাফের বিপক্ষে জয় দিয়েই নতুন বছর শুরু করলো বার্সেলোনা। রবিবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে আর্নেস্তো ভালভারদের শিষ্যরা।

লা লিগায় চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালোই লড়াই করেছে গেটাফে। তবে শেষ পর্যন্ত আটকানো যায়নি পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিকে। মেসির গোলে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে সুয়ারেজের গোলে ব্যবধান ২-০ হয়। বিরতির আগে ব্যবধান কমিয়ে খেলায় ফেরার আভাস দিয়েছিলো স্বাগতিকরা। কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া না হলে ফলাফল অন্যরকমও হতে পারতো।

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১।