জিম্বাবুয়ের নাটকীয় জয়

0

স্পোর্টস ডেস্ক, ৩ অক্টোবর : আলো স্বল্পতার জন্য বৃষ্টি আইনে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের প্রয়োজন ১২ বলে ২১ রান। আলো স্বল্পতার জন্য আর বাকি দুই ওভার খেলা না হওয়ায় বৃষ্টি আইনে এ জয় পায় জিম্বাবুয়ে।

পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে স্বাগতিক পাকিস্তান।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান করে জিম্বাবুয়ে।

দলের পক্ষে মাসাকাদজা ৭, চামু চিবাবা ৯০, ব্রায়ান চারি ৩৯, সেন উইলিয়ামস ১০, এলটন চিগুম্বুরা ৬৭, সিকান্দার রাজা ৩২, মুতুম্বামি ১৪* ও জোংওয়ে ৪* রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ একাই ৪ উইকেট নেন। এছাড়া আমের ইয়ামিন ১টি ও মোহাম্মদ ইরফান ১টি করে উইকেট নেন। গত ১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানে জিতেছিলো পাকিস্তান।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা, চামু চিবাবা, ব্রায়ান চারি, সেন উইলিয়ামস, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), লুকে জোংওয়ে, গ্রায়েম ক্রেমার, থিনাসে পানিয়াঙ্গারা, জন নায়ুম্বু।

পাকিস্তান স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), বিলাল আসিফ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (উইকেরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, আসাদ শফিক, আমের ইয়ামিন, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',