জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রীসহ ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে বলে যানা গেছে।
সোমাবর দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ইজিবাইকটি রেলক্রসিং অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ছয়যাত্রী নিহত হন। এর মধ্যে একই পরিবারে চারজন রয়েছেন।দুর্ঘটনায় নিহতদের বিষয়ে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম।