জাবি, ১৮ অক্টোবর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিতর্কিত এক নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় শেষে এই আল্টিমেটাম দেয়া হয়। যোগাযোগ করা হলে শনিবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। দীপু যোগদানের পূর্বে থেকেই তার নিয়োগ বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষকদের উপর হামলার অভিযোগ তুলে তাকে নিয়োগ না দেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধও করেন শিক্ষকরা। তা সত্ত্বেও গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির আগের দিনে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন। এরমধ্যে দীপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন।
পরে ৩ আগস্ট দীপু বাদে বাকি পাঁচজন নিজ নিজ পদে যোগ দিলেও শিক্ষকদের বিরোধীতার কারণে যোগ দিতে পারেননি ফয়সাল হোসেন দীপু। পরে উপাচার্য সে নিয়োগ বাতিল করে পুনরায় ২৩ আগস্ট তাকে নিয়োগ দেন। দীপু প্রশাসনিক কর্মকর্তা পদে প্রশাসনিক ভবনে যোগদান করেন।