ঢাকা, ৩ অক্টোবর : রংপুরে দুর্বত্তদের গুলিতে নিহত জাপানের নাগরিক হোসে কুনিও হত্যার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শনিবার হোসের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, রংপুরে জাপানের নাগরিক কুনিও হোসির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এ অপরাধের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত একইসাথে ইতালীয় ও জাপানি নাগরিক হত্যা ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান।