জাতীয় দলের কেউ কেউ যাবেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে

0

স্পোর্টস ডেস্ক, ২ অক্টোবর : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে তখন অনিশ্চয়তা। অস্ট্রেলিয়া তাদের টেস্ট দলের খেলোয়াড়দের পাঠিয়ে দেয় যার যার রাজ্যে। এবার অস্ট্রেলিয়ার সফর বাতিল ঘোষণার পর বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররাও ফিরছেন ঘরোয়া লিগে। জাতীয় তারকাদের জাতীয় লিগের দ্বিতীয় পর্বে খেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের একটি বড় অংশ গিয়েছিল ভারত সফরে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। তারা ফিরেছেন। যোগ দিয়েছিলেন দেশে থাকা জাতীয় ক্রিকেটারদের সাথে প্রস্তুতিতে। ক্যাম্পে। সবাইকে আবার ক্রিকেটে নেমে পড়তে হচ্ছে। মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের নামতে হচ্ছে জাতীয় লিগ খেলতে।

জাতীয় লিগের প্রথম পর্বের খেলা শেষ হয় ঈদের আগে। আগামীকাল দ্বিতীয় পর্বে দুই স্তরে চারটি ম্যাচ শুরু হবে। প্রথম স্তরের দুই ম্যাচে বগুড়ায় রংপুর মুখোমুখি হবে ঢাকার, আর মিরপুরে ঢাকা মেট্রো খেলবে খুলনার সঙ্গে। দ্বিতীয় স্তরের ম্যাচ দুটি রাজশাহী ও খুলনায়। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী আতিথ্য দেবে চট্টগ্রামকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে বরিশাল ও সিলেট।

এদিকে, জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর রয়েছে। দল গঠন নিয়ে এখনো বসিনি, তবে ভারতে পাঠানো দলের মতো অত বেশি জাতীয় ক্রিকেটার হয়তো এবারের দলে থাকবে না। জাতীয় লিগ থাকায় অবশ্য ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিও হবে না তারকা ক্রিকেটারদের, বরং আকর্ষণ বাড়বে ঘরোয়া এ প্রথম শ্রেণির আসরটির।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',