স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টাইটেল স্পনসর হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পনসর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগের চার আসরেও টাইটেল স্পনসর ছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।
দুপুর ১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও অ্যাসিসটেন্ট ডিরেক্টর মিল্টন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা আবারও জাতীয় ক্রিকেট লিগ শুরু করছি। এবারের টুর্নামেন্টের শুরু থেকে স্পনসর হিসেবে ওয়ালটনকে পাশে পাচ্ছি। আমি ক্রিকেট বোর্ডের তরফ থেকে ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, ‘দেশের সবচেয়ে বড় ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারও ওয়ালটনকে স্পনসর হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করি সব সময় সব ধরনের খেলাধুলার পাশে থাকতে। লংগার ভার্সন ক্রিকেটের মাধ্যমে একজন ক্রিকেটারের জন্ম হয়। তার প্রতিভা বিকশিত হয়। আমরা আমাদের জায়গা থেকে সব সময় বিসিবির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। হয়তো এবারের লিগে নতুন কোনো মুস্তাফিজ কিংবা সৌম্য সরকারের জন্ম হবে।’
এস এম জাহিদ হাসান আরো বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উচ্চতা আগের থেকে এখন অনেক বেড়ে গেছে। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিংয়ের জায়গা। বিজ্ঞাপনের পাশাপাশি আমরাও চাই ক্রিকেটের উচ্চতা ও মর্যাদা আরো ওপরে উঠুক।’
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আবারও জাতীয় ক্রিকেট লিগের স্পনসর হওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু জাতীয় ক্রিকেট লিগ না, ওয়ালটনকে বিসিবির সব ধরনের টুর্নামেন্ট ও আন্তর্জাতিক সিরিজে স্পনসর হিসেবে পাওয়া যায়। শুধু ক্রিকেটে না, ক্রীড়াঙ্গনে তাদের ভূমিকা অনেক। বাংলাদেশের পণ্য হিসেবে ওয়ালটন সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। ক্রিকেটে অংশগ্রহণের পাশাপাশি তাদের পরিচিতি আরো বাড়ুক, সেটা প্রত্যাশা করছি এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হোক, সেই কামনা করছি।’
প্রসঙ্গত, ১৭তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠবে ১৮ সেপ্টেম্বর শুক্রবার। মোট চারটি ভেন্যুতে আটটি দল অংশ নেবে। লিগে সাতটি বিভাগীয় দলের সঙ্গে থাকছে ঢাকা মেট্রো।