ঢাকা, ২১ সেপ্টেম্বর : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে এ জামাত বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সোমবার জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্মমন্ত্রণালয় ও সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।