ঢাকা : পুলিশ হত্যাসহ জঙ্গি তৎপরতা দমনে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করতে চেয়েছে যুক্তরাষ্ট্র।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও দেশটির দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা তাদের নিজস্ব ব্যাপার। এটা তারা কখন প্রত্যাহার করবে তারাই ভালো জানে।
বৈঠক শেষে উইলিয়াম টড সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সদস্যসহ বাংলাদেশে সম্প্রতি যেসব হত্যাকাণ্ড হয়েছে, সেসব হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই। তা ছাড়া, বাংলাদেশে সন্ত্রাস দমনেও আমরা সহযোগিতা করতে চাই।’
ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার ও জাপানের নাগরিক হোশি কোনিও হত্যার পর বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বৈঠকে কূটনীতিকদের সাম্প্রতিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।