বরিশাল : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের হাতাহাতি ও উত্তেজনা বিরাজ করায় কলেজের ভাইস পিন্সিপাল অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছেন।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাখায়াত হোসেন পিপিএম বলেন, ‘১৯ অক্টোবর শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। এতে আল ইমরানকে সভাপতি ও মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে আসছিল। যার ধারাবাহিকতায় দুপুর ২টায় উভয়পক্ষ ক্যাম্পাসে মিছিল বের করলে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হক জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে সিট ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।