কুমিল্লা : কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইকর্মীর মধ্যে গুলিবিনিময় ও সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের এক কর্মীসহ দুই জন গুলিবিদ্ধ হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে।
নগরীর বালুতুপা এলাকায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড ছাত্রলীগ নেতা হানিফুল ইসলাম রনি ও ছাত্রলীগ কর্মী রাসেলের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা ঘটে। তা হাতাহাতিতে রূপান্তরিত হলে এক পর্যায়ে উভয়ের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এ সময় রাসেলের পেটে ও বাবুল নামে এক শ্রমিক হাতে গুলি লাগে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা রনিকে পিস্তলসহ আটক করে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।