চীনে ফুটবল স্কুল খুলবেন রোনাল্ডো

0

স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর : চীনে ৩০টির মতো ফুটবল স্কুল চালু করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনাল্ডো। বিশ্ব ফুটবলে নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়ান জায়ান্টরা যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতেই সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়।

ফ্র্যাঞ্চাইচিগুলো মূলত বেইজিং, সাংহাই ও সেনজেন শহরে হবে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার জানিয়েছেন এ লক্ষ্যে নভেম্বরে বেইজিং এ আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।

চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের উৎসাহেই এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। ফুটবলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে তার ইচ্ছা চীনে একদিন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। অতীতে এশিয়ার ফুটবলে অন্যতম পরাশক্তি হিসেবে চীনের ঐতিহ্য থাকলেও দুর্নীতির কারণে সেই ইতিহাস এখন অতীত। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',