চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হলে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী সার্কেলের এএসপি মসিউদ্দোলার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হলের বিভিন্ন কক্ষ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, ব্যানার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, নাশকতার আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে চবি প্রশাসনের সহায়তায় আব্দুর রব হলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুর রব হল শিবিরের সভাপতি জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক জোবায়েরসহ ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে হল থেকে শিবিরের ব্যানার, সাইনবোর্ড, বিভিন্ন প্রচারপত্র ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধূরীসহ চবি প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।