চট্টগ্রাম : চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে নগরীরর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকার এ ঘটনায় নিহতের নাম আরমান হাজারী (২৮)।
পুলিশ বলছে, নিহত আরমানের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে।
চাঁন্দগাও থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির জানান, গোপন সংবাদে আরমানকে গ্রেফতারে শমসেরপাড়ায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় আরমান হাজারীর অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত ও আরমান গুলিবিদ্ধ হয়।
তিনি জানান, পরে আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।