কক্সবাজার, ৪ অক্টোবর : কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই সৈনিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই সৈনিক।
রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়ি চকরিয়া থেকে রামুতে যাওয়ার পথে খুটাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈনিক শফিকুর রহমান ও মো. নাঈম নিহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।