গোপালগঞ্জ, ২৬ সেপ্টেম্বর : গোপালগঞ্জে মাইক্রোবাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাইক্রোবাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
গোপালগঞ্জ হাসপাতালের আরএমও ডা. তপন মজুমদার জানান, ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজন মারা যান। হাসপাতালে ভর্তির পর এক শিশু মারা যায়।
গোপালগঞ্জ থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।