গাজীপুর, ১ অক্টোবর : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় বাস ও কার্ভাডভ্যানের মাঝে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় এলাকায় টাঙ্গাইলগামী কার্ভাডভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাসের সংর্ঘষ হয়। এতে দুটি যানের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশাচালক ও রিকশার আরোহী নিহত হন।
এএসআই আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কার্ভাডভ্যানটি জব্দ করা হলেও যান দু’টির চালক পালিয়ে গেছে।