ঢাকা : প্রকাশক হত্যা ও প্রকাশ-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে প্রতীকী ‘কফিন মিছিল’ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে তারা।
বুধবার গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ থেকে বেলা ১১টায় কফিন মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবে।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে হত্যার অপচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার সারা দেশে আধা বেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।