স্পোর্টস ডেস্ক : সম্প্রতি জার্মানির বুন্ডেসলিগার ম্যাচ চলাকালিন সময় মুসলিম এক ফুটবলারের ইফতারের সুবিধার্থে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখা হয়।
গত ৬ এপ্রিল মাইনৎস ও আউগসবুর্গের মধ্যে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের সময় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি মাটিয়াস ইওলেনবেক। ওই সময় পানি খেয়ে রোজা ভাঙেন মাইনৎসের ফুটবলার মুসা নিয়াকাতে।
বুন্ডেসলিগার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম বলে জানিয়েছে জার্মানি গণমাধ্যম।
২৬ বছর বয়সী সেন্টার-ব্যাক মুসা ফ্রান্সের নাগরিক। বিল্ডকে তিনি বলেন, তিনি জানতেন ৬২ মিনিটের সময় রোজা ভাঙার সময় হবে। তাই দ্বিতীয়ার্ধ শুরুর আগে তিনি রেফারিকে ৬২ থেকে ৭০ মিনিটের মধ্যে কোনো একসময় তাকে ইফতারের সুযোগ দেয়ার অনুরোধ করেন।
এরপর ১০ এপ্রিল লাইপজিগ ও হফেনহাইমের খেলার সময় লাইপজিগের মোহামেদ সিমাকানকেও একই সুযোগ দেয়া হয়।
সূত্র : ডয়েচে ভেলে