খুলনা : খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিক-কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১০টায় মিলের স্থায়ী ও অস্থায়ী দুই হাজার শ্রমিক কর্মচারী খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে।
রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, বকেয়া বেতন ভাতা পরিশোধ, বিজেএমসির আওতায় মিল চালুসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকরা মিল গেটের সামনে মহাসড়কে অবস্থান নেন। বুধবার দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিক নেতারা বক্তৃতা করেন।
কর্মসূচি চলাকালে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে।
উল্লেখ্য, গত এপ্রিলে মিলটি ব্যক্তিখাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে মিলটিতে উৎপাদন বন্ধ এবং কর্মরতদের মজুরি অনিয়মিত হয়ে পড়ে। মিলের শ্রমিকদের বর্তমানে ১৭ সপ্তাহ মজুরি এবং কর্মচারীদের চার মাসে বেতন বকেয়া রয়েছে।