ঢাকা, ১৬ অক্টোবর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে হত্যা করে সরকার পতন ঘটাতে না পারায় কৌশল পাল্টিয়ে বিদেশিদের হত্যা করে সরকার পতন ঘটাতে চান।
শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কারা এদেশে জঙ্গিবাদের বীজ বপন করেছে তা সবাই দেখেছে।
তিনি আরো বলেন, ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে জঙ্গিদের নিয়ে বৈঠক করেছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা। বেগম খালেদা জিয়ার আমলে পুলিশি পাহারায় রাজশাহীতে জেএমবিরা মহড়া দিয়েছে। সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে জঙ্গিবাদের উত্থান হয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস,শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।