ক্ষতিগ্রস্ত কোষে ডিএনএ মেরামত পদ্ধতি উদ্ভাবনে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

0

আন্তর্জাতিক ডেস্ক, ৭ অক্টোবর : এ বছর ক্ষতিগ্রস্ত কোষে ডিএনএ কীভাবে মেরামতের কাজ করে সেটি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।

বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এই তিন বিজ্ঞানী হলেন সুইডেনের টমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ ও তুর্কি বংশোদ্ভূত আমেরিকান আজিজ স্যানকার।

ওই তিন বিজ্ঞানীকে পুরস্কার প্রদানের ব্যাপারে নোবেল জুরি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থতা ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে শরীর ডিএনএ মেরামত করে, তারা সেটি আবিষ্কার করেছেন। এটি রোগ চিকিৎসার ওষুধের ক্ষেত্রে উজ্জ্বলতম আবিষ্কার।

জুরি বোর্ড আরও জানায়, তাদের পদ্ধতিগত কাজের মাধ্যমে কীভাবে জীবন্ত কোষ কাজ করে, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। একই সঙ্গে কোষের বেশ কিছু বংশানুক্রমিক রোগের কারণ সম্পর্কে ধারণাকে বিস্তৃত করবে। এ ছাড়াও তাঁদের এ আবিষ্কারের মাধ্যমে ক্যানসার সৃষ্টির সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে রসায়ন সম্পর্কিত গভীর জ্ঞানের পাশাপাশি জীবন রক্ষাকারী চিকিৎসায় ভূমিকা রাখবে বলে নোবেল জুরি বোর্ড জানিয়েছে।

নোবেল পাওয়া ওই তিন বিজ্ঞানী আট মিলিয়ন সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',