ক্রিকেটের নতুন ‘বিস্ময়’ মোসাদ্দেক

0

স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর : প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন মাত্র ১২টি। এতেই করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। ২৫০’র উপরে রয়েছে দুটি ইনিংস। এভাবেই ক্রিকেটের নতুন বিস্ময় উপহার দিতে প্রস্তুত হচ্ছেন মোসাদ্দেক হোসেন। তিনি বর্তমানে ১৭তম জাতীয় লীগে খেলছেন বরিশাল বিভাগের হয়ে।

২০ ছুই ছুঁই এ তরুণ ব্যাট হাতে উইকেটে নামা মানেই যেন রানের ফুলঝুরি। একের পর এক ডাবল সেঞ্চুরি। গত আট মাসে তুলে নিয়েছেন তিনটি ডাবল সেঞ্চুরি। মোসাদ্দেক সেঞ্চুরি করেন যেন বলে কয়ে।

গত কিছু দিনে করেছেন তিনটি সেঞ্চুরি। আর এবার ডাবল সেঞ্চুরি করে সঙ্গীর অভাবে ইনিংসকে বড় করতে পারেননি। অপরাজিত থেকে গেলেন ২০০ রানেই।

বছরের শুরুতে ১৬তম জাতীয় ক্রিকেট লিগে পর পর দুই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি উপহার দেন মোসাদ্দেক। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ২৫০ রানের ইনিংস।

এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসেই খেলেছিলেন ২৮২ রানের ইনিংস। এরপর ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে সাউথ জোনের হয়ে দুটি প্রথম শ্রেণীর ম্যাচে করেছেন দুটি সেঞ্চুরি (১৫৩ ও ১১৯ রান)।

আর চলমান ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই ১২২ রানের একটি ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় রাউন্ডে এসে খেলে ফেললেন আরকেটি ডাবল সেঞ্চুরির ইনিংস।

অকেশনাল বোলিংও করে থাকেন মোসাদ্দেক। ডানহাতি অফ-ব্রেক। মাঝে-মধ্যে বেশ কার্যকরি বোলিং করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিং ফিগার ৩৩ রানে ৪ উইকেট। ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় পর্বের খেলার দ্বিতীয় দিনে মোসাদ্দেক হোসেনের ডাবল সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বরিশাল বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম দিনের ২৯৫ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৫২৭ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ।

সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামেন বরিশাল বিভাগ। আগের দিনের ৩১ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক হোসেন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডাবল সেঞ্চুরি করে। ২৪৫ বলে ২০০ রান পূর্ণ করেন মোসাদ্দেক হোসেন। ১৫ চার ও ৭ ছয়ে ইনিংসটি সাজান তিনি।

ইনিংসের ১২৬তম ওভারে এনামুল হক জুনিয়রের প্রথম বলে ডাবলস নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মোসাদ্দেক হোসেন।

সিলেট বিভাগের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র ও আবুল হাসান ৩টি করে উইকেট পান। এছাড়া রাহাতুল ফেরদৌস ২টি ও সাদিকুর রহমান একটি করে উইকেট তুলে নেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',