ক্রিকেটারদের ঈদের ছুটি শুরু

0

স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর : জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের ছুটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।  জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ করেই যে যার গন্তব্যে রওয়ানা দিয়েছেন।

খেলার কারণে ক্রিকেটাররা বেশির ভাগ সময়েই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারেন না। গতবারের মতো এবারও ১৫জন ক্রিকেটার পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ পাচ্ছেন না। কারণ তারা ‘এ’ দলের  ভারত সফরে রয়েছেন।

এদিকে জাতীয় ক্রিকেট লিগে যারা খেলছেন তাদের ছুটি শেষ হবে ২৭ তারিখ। বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় বাংলাদেশ দলের ফিজিওর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তারা ৩ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। আর ১৭ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে ঢাকায় মুখোমুখি হবে দুই দল।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',