স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও বড় ইনিংস খেলতে পারেননি হাশিম আমলা। তবে ২৩ রান করে আউট হওয়ার আগেই অনন্য একটি মাইলফলক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড গড়েছেন আমলা। এর আগে দ্রুততম দুই হাজার, তিন হাজার, চার হাজার ও পাঁচ হাজার রানের রেকর্ডও নিজের করে নেন তিনি।
দ্রুততম ছয় হাজার রানের রেকর্ড গড়তে রোববার পঞ্চম ওয়ানডেতে আমলার প্রয়োজন ছিল ১৫ রান। টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভারে মোহিত শর্মার বলে চার মেরে মাইলফলকটি স্পর্শ করেন আমলা।
এর আগে রেকর্ডটি ছিল ভারতের বিরাট কোহলির। ১৩৬ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। তবে আমলা ১২৩ ইনিংসেই কোহলিকে ছাড়িয়ে গেছেন।
চার মেরে রেকর্ড গড়ার পর মোহিতের পরের দুই বলেও আরো দুটি চার মারেন আমলা। টানা তিনটি চার মারার পরের বলে ধোনিকে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ডানহাতি।