Search
Wednesday 23 October 2019
  • :
  • :

কোচ স্টিভ রোডসের বিদায়

কোচ স্টিভ রোডসের বিদায়

স্পোর্টস ডেস্ক, ৯ জুলাই : চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসকে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কোচ স্টিভ রোডস সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছেছে। এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী জানান, আমরা একটা পারস্পরিক সমঝোতায় এসেছি একসঙ্গে কাজ না করার। এগুলো একতরফা হয় না। দু’পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি না সেটা যেমন বিবেচ্য, তেমনই আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি।

এ মাসের শেষ সপ্তাহে একদিনের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ওই সফরে দলের কোচের দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ। তার মানে স্টিভ রোডস বাংলাদেশের ক্রিকেট দলের কোচে দায়িত্ব শেষ করেছেন।