Search
Tuesday 17 May 2022
  • :
  • :

কুস্তিগীরের ভূমিকায় সালমান

কুস্তিগীরের ভূমিকায় সালমান

বিনোদন ডেস্ক, ১০ অক্টোবর : হালকা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। অনেক দিন পরে অচেনা লুকে সামনে এলেন সালমান খান। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘সুলতান’। ফার্স্ট লুক প্রকাশের পর তা টুইটারে শেয়ার করেছেন সল্লু মিঞা নিজেই। এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। ইতিমধ্যেই জোরদার ট্রেনিং শুরু করেছেন ‘ভাইজান’।

‘দঙ্গল’-এ আমির খানও একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। ওই ছবিতে মহাবীর সিংহ ফোগটের চরিত্রে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। এ নিয়ে নাকি মনোমালিন্যও শুরু হয়েছে সালমান-আমিরের। কারণ কুস্তিগীরের চরিত্রে কে ভাল অভিনয় করলেন সে লড়াই শুরু হয়ে গিয়েছে।

আর তা চিড় ধরাতে পারে দুই নায়কের বন্ধুত্বেও। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’-এর ট্রেনিংয়ের ছবিই শেয়ার করেছেন সালমান। তবে এই ছবির নায়িকা কে হবেন তা নিয়ে এখনও মুখ খোলেনি টিম ‘সুলতান’। খবর-আনন্দবাজার
Leave a Reply

Your email address will not be published.