Search
Sunday 5 April 2020
  • :
  • :

কুর্মিটোলায় মানুষের ভিড়ে ঢুকে পড়লো দ্রুতগতির প্রাইভেটকার, আহত ১৮

কুর্মিটোলায় মানুষের ভিড়ে ঢুকে পড়লো দ্রুতগতির প্রাইভেটকার, আহত ১৮

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি : রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় ৪ নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ফরিদ, রাজ্জাক, আজিম, রাজিব, রাশেদ, বক্কর, আজিজুল ইসলাম, সালমা, রহিমা, মাকসুদা ও নাজমার নাম জানা গেছে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, দ্রুতগতির একটি প্রাইভেটকার রাস্তার পাশে বাসের জন্য দাঁড়িয়ে থাকা মানুষজনের ওপর উঠে পড়ায় ১৮ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: সমকাল