বিনোদন ডেস্ক, ১২ অক্টোবর : দীর্ঘ সাত বছর পর কুমার বিশ্বজিতের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। গানের শিরোনাম ‘ঝরনার শেষ আছে’। রবিবার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়।
গানের কথা লিখেছেন কবির বকুল। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘জেদী’ চলচ্চিত্রে এটি ব্যবহৃত হবে বলে সুরকার জানান।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘ন্যান্সির কণ্ঠ এবং গায়কী এক কথায় আসাধারণ। এ গানটিতে তার প্রমাণ আরও একবার পাওয়া যাবে।’ ন্যান্সি বলেন, ‘কুমার বিশ্বজিতের মতো বড়মাপের সঙ্গীতজ্ঞের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অন্যরকম। সাত বছর আগে তার সুরে গান করেছিলাম।
মাঝে কয়েক বছর বিভিন্ন সঙ্গীত পরিচালকের সঙ্গীতায়োজনে একাধিক চলচ্চিত্রে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি আমরা। সে গানগুলো গাইতে গিয়ে প্রতিবারই তার কাছে কিছু না কিছু শিখেছি। সাত বছর পর আবার তার সুর ও সঙ্গীতায়োজনে গান করলাম। সুর ও কম্পোজিশনের দিক থেকে এটি পুরোপুরি ভিন্ন স্বাদের একটি গান, যা শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’