কিরগিজস্থানের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা বাফুফের

0

স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : ফিফা বিশ্বকাপ ২০১৮’র বাছাইপর্বে কিরগিজস্থানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৬ জন ফুটবলার।

৪১ সদস্যের প্রাথমিক তালিকা থেকে চুড়ান্ত দল ঘোষণা করবেন জাতীয় দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রাথমিক তালিকায় থাকা ফুটবলারদের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও সহকারী কোচ সাইফুল বারী টিটুর কাছে রিপোর্ট করতে বলা হয়।

জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ৬ ফুটবলার হলেন মোহাম্মদ রোমান, মাশুক মিয়া, শাকিল আহমেদ, রাশেদুল আলম, সোহেল মিয়া ও নাবিব নেওয়াজ।

আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিশকেকে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',