কামরুলকে দেশে পাঠাতে রাজকীয় ফরমান

0

সিলেট, ৯ সেপ্টেম্বর : সিলেটে রাজন হত্যার মূল আসামি কামরুলকে দেশে পাঠাতে সৌদি আরবে রাজকীয় ফরমান জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি স্থানীয় গণমাধ্যম। শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠাতে এ ফরমান জারি করা হয়েছে। গত বুধবার আরব নিউজ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

গত ৮ জুলাই ভোরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। পরবর্তীকালে নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। ২৪ আগস্ট আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',