আন্তর্জাতিক ডেস্ক, ২৮ সেপ্টেম্বর : স্পেনের কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্বাধীনতাপন্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। ১৩৫টি আসনের মধ্যে ৭২টিতেই জয় পেয়েছে স্বাধীনতাপন্থী জোট। -বিবিসি
রবিবার রাতে এই ফল ঘোষণার আগেই আনন্দ মিছিল বের করে বিজয়ীদলের নেতাকর্মী ও সমর্থকরা। জোট নেতাদের পক্ষ থেকে জানানো হয়, স্পেন থেকে কাতালানদের স্বাধীন করার বিষয়ে এখন পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। স্পেনের মধ্য ডানপন্থী সরকার জানায়, কাতালোনিয়ায় স্বাধীনতাপন্থীদের পক্ষে এমন রায় নির্বুদ্ধিতার শামিল।
ভোটে বিজয়ের পরপরই সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কাতালান অঞ্চলের প্রেসিডেন্ট আর্তার মাস। এ জয় অঞ্চলটিকে স্বাধীনতার পথে নিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি।