কর ফাঁকির মামলায় সাজা হতে পারে মেসির

0

স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর : কর ফাঁকির মামলায় সাজা হতে পারে আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওলেন মেসির। মেসিকে দায়মুক্তি দেওয়ার জন্য কর বিভাগের পক্ষে লড়াই করা মামলার আইনজীবীরা আবেদন করলেও কিন্তু আদালত তা নাকচ করে দেন।

বৃহস্পতিবার স্পেনের আদালত এ রায় দিলেন, আদালতের রায়ে বলা হয় মেসির বিরুদ্ধেও মামলা চলবে। যে মামলায় এই ফুটবল তারকার ২২ মাসের জেলের সাজা হতে পারে।

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ৪০ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে মেসি ও তার বাবার বিরুদ্ধে স্পেনের আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে। এর আগে মেসির আইনজীবীরা এই মামলা থেকে বার্সা তারকাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আরজি করেছিল, মেসির বাবাই তার সব ধরনের আর্থিক বিষয় দেখাশোনা করে। মেসি শুধু সইটা করেন। চুক্তিপত্রও পড়ে দেখার সময় তার নেই। প্রয়োজনও অনুভব করেননি। মেসির পক্ষ থেকে সুদসহ ওই বকেয়া করের পুরোটা পরিশোধও করা হয়।
তখনো  আদালত মামলা থেকে আর্জেন্টিনা অধিনায়ককে মুক্তি দেননি।

এরপর মেসির জন্য আশার আলো হয়ে দেখা দেয় কদিন আগের একটি সিদ্ধান্ত। এবার আর মেসির আইনজীবী নয়, বাদী পক্ষের আইনজীবীই মেসিকে দায়মুক্তি দেওয়ার আরজি জানান। কিন্তু আজ আদালত বলেছেন, মেসি এবং তার বাবা দুজনের বিরুদ্ধেই মামলা চলবে। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, অভিযুক্ত দুজনই যে অপরাধ সংগঠন করেছেন, তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই মামলার তারিখ অবশ্য এখনো নির্ধারিত হয়নি।

তবে আশার কথা হলো, এই মামলায় জেলের সাজা হলেও আপাতত মেসি বা তার বাবা কাউকেই জেল খাটতে হবে না। স্পেনের আইন অনুযায়ী দুই বছরের কম সময়ের জন্য কেউ প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত হলে তার সেই সাজাটি স্থগিত সাজা (সাসপেন্ডেড) হিসেবে থাকে। অর্থাৎ পরবর্তীকালে একই ধরনের অপরাধ না করা পর্যন্ত এই সাজা ভোগ করতে হয় না। সূত্র: এএফপি ও বিবিসি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',