কমনওয়েলথ ইয়ুথ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়

0

স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর : কমনওয়েলথ ইয়ুথ গেমস থেকে সাত বছর আগে এসেছিল ব্রোঞ্জ। এবার ব্রোঞ্জের সঙ্গে এলো কাঙ্ক্ষিত প্রথম স্বর্ণপদকও।

গতকাল বৃহস্পতিবার সামোয়া ইয়ুথ কমনওয়েলথ গেমসে আরচারিতে স্বর্ণপদক জিতে লাল-সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশের তীরন্দাজ তামিমুল ইসলাম। রিকার্ভ বো এককে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তামিমুল হারান ভারতের নিশানাথ কুমাওয়াটকে। এছাড়া বালিকা বিভাগে বাংলাদেশের আরেক আরচার নন্দিনী খান স্বপ্না মালয়েশিয়ার মাজলান নুরামনিয়া হানিসসাকে হারিয়ে ব্রোঞ্জপদক জেতেন।

কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিতে ১৪ সদস্যের বাংলাদেশ দল পাঁচটি ডিসিপ্লিনে অংশ নিয়ে সফলতার মুখ দেখেছে মাত্র একটিতে। আরচারি ছাড়াও অ্যাথলেটিক্স, বক্সিং, সাঁতার এবং স্কোয়াশ ডিসিপ্লিনে অংশ নিয়েছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা।

গেমসে বাংলাদেশের আরচারি ইভেন্টে অংশ নেন তামিমুল ইসলাম, নন্দিনী খান স্বপ্না, অ্যাথলেটিক্সে আশরাফুজ্জামান (১০০ মিটার স্প্রিন্ট) এবং তামান্না আক্তার (১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট), বক্সিংয়ে রস্টকিব শেখ (৫৬ কেজি) এবং রবিন মিয়া (৫২ কেজি), স্কোয়াশ ইভেন্টে সাইফুল মিয়া (একক ও দ্বৈত) এবং রাকিন আজিজ (একক), সাঁতারে আরিফুল ইসলাম (১০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল) এবং সুরাইয়া আক্তার চুমকি (৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল)।

এর আগে ২০০৮ সালে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিয়ে ভারোত্তোলন ইভেন্টে বাংলাদেশের হয়ে ফাহিমা আক্তার ময়না ব্রোঞ্জ জিতে এই গেমস থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কমনওয়েলথ ইয়ুথ গেমসে প্রথম স্বর্ণপদক জেতায় বাংলাদেশ আরচারি দলকে অভিনন্দন জানিয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',