Search
Sunday 21 July 2019
  • :
  • :

কবি আল মাহমুদ আর নেই

কবি আল মাহমুদ আর নেই

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি : বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ আর নেই। ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৮২ বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

কবির ব্যক্তিগত সহকারী আবিদ আজম এ প্রতিবেদককে জানান, শুক্রবার সাড়ে রাত ১০ দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেওয়া হয়েছিল আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। -বিডি প্রতিদিন