Search
Monday 10 August 2020
  • :
  • :

কপি-পেস্টের জনকের মৃত্যু

কপি-পেস্টের জনকের মৃত্যু

ডেইলি রিপোর্ট ডেস্ক : বর্তমানে কম্পিউটারে বহুল ব্যবহৃত কাট-কপি-পেস্ট ফাংশনের জনক ল্যারি টেসলার মারা গেছেন।

সোমবার মারা যান এই কিংবদন্তি প্রযুক্তিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর বিবিসির

হাতেগোনা যে কয়েকজন উদ্ভাবকের কারণে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার সহজ হয়েছে ল্যারি টেসলার তাদের অন্যতম।

১৯৬০ সালে যখন তিনি সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন তখন কম্পিউটার মানুষের কাছে দুর্বোধ্য ছিল। তার কাট-কপি-পেস্ট ফাংশন আবিষ্কারের ফলে মানুষের কাছে কম্পিউটার শেখা সহজ হয়।

ল্যারি টেসলারের কাট-কপি-পেস্ট আবিষ্কার ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাংশন।

বর্ণাঢ্য কর্মময় জীবনে ল্যারি টেসলার অ্যাপল, ইয়াহু, অ্যামাজন ও জেরক্সে দীর্ঘ দিন কাজ করেছেন।

ল্যারি টেসলার ১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রুনক্সে জন্মগ্রহণ করেন এবং স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন।