ঢাকা : রাজধানীর কদমতলীতে একটি বাসায় ঢুকে দুর্বৃত্তরা অন্তত তিনজনকে কুপিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে সোহেলি নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এলোপাতাড়ি কোপে জখম হয়েছে শিশুটির মা, বোন ও এক প্রতিবেশী।
কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়; বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকার আল মদিনা মসজিদের কাছে ১৪৯২ নম্বর একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেলী আক্তার (১২), সে একে স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
সোহেলীর মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদকে (৩৫) মিডফোর্ট কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ডলির স্বামী আব্দুল হান্নান সেলিম গেল মাসের ১৯ তারিখে ইতালি থেকে দেশে ফেরেন। ঘটনার সময় তিনি ডেমরায় তার ফুফুর বাসায় ছিলেন।
কদমতলীতে ছয়তলা একটি বাসায় দ্বিতীয় তলায় ডলি তার দুই মেয়েকে নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৮টার দিকে ওই বাসা থেকে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার আসে। চিৎকার শুনে এলাকাবাসী সেখানে ছুটে গেলে ডাকাতরা আগেই পালিয়ে যান।
ওয়ারী বিভাগের উপকমিশনর (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, কি কারণে ঘটনাটা ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।