স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান কুইন্ট ডি কক, ফাফ ডু-প্লেসিস ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ওয়ানডে ম্যাচের এক ইনিংসে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি করার ক্ষেত্রে এটি দ্বিতীয় ঘটনা।
এর আগের রেকর্ডটিও গড়েছিলো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। চলতি বছরের ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করেছিলেন হাশিম
আমলা, রিলি রোসৌ ও এবি ডি ভিলিয়ার্স। আমলা ১৫৩, রোসৌ ১২৮ ও ডি ভিলিয়ার্স ১৪৯ রান করেছিলেন। ফলে ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকা পেয়েছিলো ২ উইকেটে ৪৩৯ রান। ম্যাচটি ১৪৮ রানে
জিতেছিলো স্বাগতিকরা।
আজ রবিবার মুম্বাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ৪৩৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক ১০৯, ডু- প্লেসিস ১৩৩ ও অধিনায়ক ডি ভিলিয়ার্স ১১৯ রান করেন।