ঢাকা, ৭ অক্টোবর : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের অংশ থেকে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ১০ নম্বর প্রশ্নের সৃজনশীল অংশে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়। ২০১৭ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়া ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকেই এমসিকিউ অংশের পরীক্ষা সৃজনশীল অংশের আগে নেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যেসব বিষয়ে এমসিকিউ অংশে ৪০ নম্বর রয়েছে, সেসব বিষয়ে এই অংশে ১০ নম্বর কমে ৩০ নম্বরে পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে এমসিকিউ অংশে ৩৫ নম্বর রয়েছে, সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নরপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি ক্ষেত্রেই এমসিকিউ অংশের ১০ নম্বর সৃজনশীল অংশে যুক্ত হবে।