স্পোর্টস ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ জেরোমি জয়রতেœ বলেছেন, এশিয়ার সবচেয়ে খারাপ শ্রীলঙ্কা দলের ফিল্ডিং সাইড। দ্য নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।
সম্প্রতি মারভান আতাপাত্তুর পদত্যাগের পর শ্রীলঙ্কা দলের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন জয়রত্নে। দায়িত্ব নেওয়ার পর দলটি সঙ্গে কাজ করার সময় দলের ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
সাক্ষাৎকারে জয়রত্নে বলেন, ‘আমরা এখন এশিয়ার সবচেয়ে খারাপ ফিল্ডিং সাইড। ফিল্ডিংয়ের দিক দিয়ে আমরা কখনও পাকিস্তানের পেছনে অবস্থান করিনি। কিন্তু এখন তাদের থেকেও পিছিয়ে আমরা। ভারত প্রমাণ করেছে তারা আমাদের থেকে ভালো ফিল্ডিং সাইড। এমনকি বাংলাদেশও আমাদের থেকে ভালো ফিল্ডিং করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ও ফিটনেসের অনেক অবনতি হয়েছে। তাই দলটি নিয়ে অনেক কাজ করতে হবে।’
তবে শ্রীলঙ্কা দলে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ ইংলিশ প্রশিক্ষক মাইকেলকে পেয়ে আত্মবিশ্বাসী জয়রত্নে। তিনি মনে করেন তার অধীনে দলের ফিটনেসের সমস্যা খুব শিগগিরই কাটিয়ে উঠবেন দলের ক্রিকেটাররা। জয়রত্নে বলেন, ‘মাইকেল চার থেকে ছয় মাসের মধ্যে দলের ফিটনেসের পরিবর্তন আনবেন-এ ব্যাপারে আমি আশাবাদী।’