ঢাকা, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সংবাদ সম্মেলন একদিন পেছালো। রবিবারের পরিবর্তে আগামীকাল সোমবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন হবে।
জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান জাতির সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
সূত্র মতে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল, পর পর দুইজন বিদেশী নাগরিক খুনসহ সামপ্রতিক ইস্যু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলবেন এরশাদ।