ঢাকা : জাগৃতি প্রকাশনীর মালিক দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বরের মালিকসহ তিন লেখককে কুপিয়ে জখম করার পর এবার সময় প্রকাশন এর প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ হত্যার হুমকি দেওয়া হয়।
ফরিদ আহমেদ বলেন, সকাল ১০টার দিকে ০১৭২১৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএস আসে।
এসএমএসে লেখা আছে, ‘নাস্তিকদের অনেক বই ছেপেছো তুমি, তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও।” নিচে লেখা রয়েছে, আল আহরার, ইউকে।
প্রকাশক ফরিদ আহমেদ জানান, হত্যার হুমকি পাওয়ার পর জীবন নিয়ে শঙ্কায় আছি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করবো।
শনিবার বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
একইদিন দুপুরে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের লালমাটিয়ার কার্যালয়ে ঢুকে স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই দুই প্রকাশকই নিহত ব্লগার অভিজিৎ রায়ের বই ছেপেছিল। এ ঘটনার একদিন পরই আরেক প্রকাশককে হত্যার হুমকির বার্তা এলো।