স্পোর্টস ডেস্ক, ৮ অক্টোবর : দিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর ১০ নম্বর জার্সিটি বিখ্যাত হয়ে পড়ে। এরপর ঐতিহ্যগতভাবে এই নম্বরের জার্সিটি দলের সেরা তারকারা পড়ে আসছেন। ২০০৭ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি প্রতিনিধিত্ব করে আসছেন লিওনেল মেসি। তবে চোটের কারণে মেসি দলে না থাকায় বিশ্বকাপ বাছাইপর্বে বিখ্যাত ওই জার্সিটি পড়ে খেলতে নামবেন আর্জেন্টাইন আরেক সেরা তারকা সার্জিও আগুয়েরো।
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে শুক্রবার ভোরে ইকুয়েডোরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক মেসি। তাই চার বারের ব্যালন ডি’অর জয়ী তারকার অভাব পূরণ করতে সম্প্রতি দারুণ ফর্মে আগুয়েরোর ওপর নজর থাকতে পারে ভক্তদের। আর বাছাইপর্বের ওই দুটি ম্যাচে মেসির জার্সি পরেই খেলতে দেখা যাবে তাকে।
এ প্রসঙ্গে আগুয়েরো বলেন, ‘আমি জার্সি প্রস্তুতকারীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ১ থেকে ২৩ নম্বর জার্সি পরিধান করাটা বাধ্যতামূলক। সুতরাং কাউকে না কাউকে তো এটি পরতেই হবে।’
মেসির ১০ নম্বর জার্সি পরিধান করা এটাই প্রথম নয় আগুয়েরোর। এ ব্যপারে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে বসনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথম ১০ নম্বর জার্সি পরেছি। তখন লিও (মেসি) বলেছিল, যখন আমি থাকবো না তখন কুন (আগুয়েরো) এটি পরবে। কয়েকদিন আগে আমি এটি পড়তে চাচ্ছি কিনা মেসি আমাকে জিজ্ঞেস করেছিল।’
আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির দায়িত্ব নিয়ে আগুয়েরো জানান, ‘যখন সে অনুপস্থিত থাকে তখনই এটির দায়িত্ব আমার ওপর পড়ে। আমি এর দায়িত্ব পেয়ে বেশ খুশি। তবে অবশ্যই এটি তার(মেসির) নিজের।’